Al-Ilm Academy

Princess Nourah bint Abdulrahman University
প্রিন্সেস নাওরাহ বিনতে আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়
جامعة الأميرة نورة بنت عبد الرحمن

♻ আবেদনের যোগ্যতা:
১. এই বিশ্ববিদ্যালয়ে শুধু মেয়েরা আবেদন করতে পারবে।
২. “ব্যাচেলর প্রোগ্রাম” এবং “অনারবদের জন্য অ্যারাবিক লাংগুয়েজ প্রশিক্ষণ কেন্দ্রের ডিপ্লোমা” উভয় ক্ষেত্রে
শিক্ষার্থীর বয়স সীমা ১৭-২৫ বছর এর মধ্যে হতে হবে।
৩. শিক্ষার্থীর অবশ্যই সানাবিয়্যাহ আম্মাহ / এইচ এস সি/ আলিম/ এ লেভেল সার্টিফিকেট থাকতে হবে।
৪. সৌদি আরবের অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ প্রাপ্ত না হওয়া।
৫. ইতি পূর্বে প্রিন্সেস নোরা বিনতে আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিল এমন না হওয়া।
৬. সানাবিয়্যাহ আম্মাহ/ এইচ এস সি/ আলিম/ এ লেভেল সার্টিফিকেট অর্জনের পর ৫ বছর অতিবাহিত না
হওয়া।
৭. স্বাস্থ্য পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়া এবং শারিরীক ভাবে ফিট হওয়া।
৮. সৌদি আরবের অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিঃস্কৃত না হওয়া।
৯. শিক্ষার্থীকে অবশ্যই বিশ্ববিদ্যালয় কাউন্সিল কর্তৃক নির্ধারিত এবং আবেদনের সময় ঘোষিত যে কোন শর্ত পূর্ন
করতে হবে।
১০. Saudi Cultural Bureau (الملحقية الثقافية السعودية) থেকে সানাবিয়্যাহ আম্মাহ/ এইচ এস সি /আলিম /এ লেভেল সার্টিফিকেট সত্যায়িত করতে।
১০. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে।

 

📖 প্রয়োজনীয় কাগজ পত্র:
১. সানাবিয়্যাহ আম্মাহ/ এইচ এস সি /আলিম /এ লেভেল সার্টিফিকেট ও মার্কশিট এবং এগুলো আরবিতে অনুবাদ করে Saudi Cultural Bureau ( الملحقية الثقافية السعودية) থেকে সত্যায়িত করতে হবে।
২. চারিত্রিক সনদপত্র। আর যদি তা না থাকে সে ক্ষেত্রে ২টি তাযকিয়া।
৩. বৈধ পাসপোর্ট।
৪. পুলিশ ক্লিয়ারেন্স।
৫. মেডিক্যাল সার্টিফিকেট যা আবেদন করার ৩ মাসের মধ্যে করা হয়েছে।

 

🔲স্কলারশীপের সুবিধা:
স্কলারশীপ প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ নিন্মো লিখিত সুবিধাগুলো ভোগ করবেন-
১. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকালীন সময়ে ফ্রী চিকিৎসা সেবা।
২. বিশ্ববিদ্যালয়ে পৌঁছার সাথে সাথে নতুন শিক্ষার্থীবৃন্দ ২ মাসের প্রস্তুতি ভাতা।
৩. গ্রাজুয়েশন সম্পূর্ন করার পর দেশে বই পাঠানোর জন্য ৩ মাসের ভাতা।
৪. নামমাত্র মূল্যে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা।
৫. ফ্রী আবাসন ব্যবস্থা।
৬. আসা যাওয়ার ফ্রী বিমান টিকিট।
৭. সৌদি ছাত্রদের যা ভাতা দেওয়া হয় তার সমপরিমান মাসিক ভাতা।
৮. বই কেনার জন্য প্রতিবছর অর্থ প্রদান।
৯. সেমিষ্টার ভিত্তিক ভালো ফলাফলের জন্য ১০০০ রিয়াল প্রদান।
১০. ভিসা প্রসেসিং এবং রেসিডেন্স পারমিট এর যাবতীয় ব্যবস্থা বিশ্ববিদ্যালয় করবে।

 

📑 প্রিন্সেস নোরা বিনতে আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়ে আবেদনের নিয়মাবলী:
* অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি বছর নির্দিষ্ট সময়ে এই ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি ঘোষনা এবং আবেদন লিংক উন্মুক্ত করা হয়।
* সব প্রয়োজনীয় কাগজপত্র ওয়েবসাইটের মাধ্যমে PDF-JPEG ফরমে আপলোড করে পাঠাতে হয়।
* আবেদন শেষে আবেদনকারীকে একটি application number দেওয়া হয়। আবেদনকারী এই নাম্বার ব্যবহার করে ওয়েবসাইটের মাধ্যমে তার আবেদন পরবর্তী খোঁজ খবর রাখবেন (এই নাম্বার ব্যবহার করে প্রয়োজনে কোনো কিছু পরিবর্তন করতে চাইলে সেটারও সুযোগ রয়েছে)।
* আবেদনকারী প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর, সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে আবেদনকারীর বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য চূড়ান্ত অনুমোদন রিকুয়েস্ট (final approval request) জমা দেওয়া হয় এবং চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর আবেদনকারীকে তার আবেদন ফর্মে প্রদত্ত যোগাযোগের ঠিকানার মাধ্যমে অবহিত করা হয়।

 

উল্লেখ্য যে, এবছরও এই ভার্সিটি স্কলারশিপের আবেদন গ্রহন করছে। আবেদনের সর্বশেষ সময়: ২৮ই জুলাই ২০২৪।