❑ দেশ: সৌদি আরব
❑ ছাত্র- ছাত্রীর সংখ্যা: ছাত্র ৫৫৫৭৬ জন, ছাত্রী সংখ্যা: ৬১৫২০ জন
❑ বিশ্ব র্যাংকিং: ১০১ -১৫০ (Shanghai Ranking’s Academic Ranking of World Universities 2021)
❑ স্কলারশীপের সুযোগ সুবিধা:
১। বিনামূল্যে ভিসা ও বিমান টিকিটের ব্যবস্থা।
২। বিশ্ববিদ্যালয়ে পৌঁছার সাথে সাথে দুই মাসের প্রস্তুতি ভাতা প্রদান।
৩। মাসিক বৃত্তি।
৪। মনোরম পরিবেশে ফ্রী আবাসনের ব্যবস্থা এবং সার্বক্ষনিক পর্যবেক্ষণ।
৫। সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থা।
৬। পরপর দুই সেমিস্টারে ভাল ফলাফলের জন্য বৃত্তি প্রদান।
৭। দুর্বল ছাত্রদের জন্য একাডেমিক সহায়তা।
৮। পরিবার নিয়ে যাওয়ার জন্য ভিসা প্রদান।
৯। ফ্রী মেডিক্যাল সেবা (পরিবার নিয়ে গেলে তাদেরসহ)।
১০। জরুরী প্রয়োজনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে ঋন সহায়তা প্রদান করে থাকে।
১১। গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর বই কার্গো করে দেশে নেওয়ার জন্য তিন মাসের বৃত্তি প্রদান।
❑ বাংলাদেশী ছাত্রছাত্রীদের ভর্তি হতে কী কী যোগ্যতা লাগে:
১। কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ছেলে- মেয়ে উভয়ই আবেদন করতে পারবে।
২। চারিত্রিকভাবে ভালো হতে হবে এবং দু’জন ইসলামিক স্কলারের প্রশংসা পত্র লাগবে।
৩। বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলার অঙ্গীকার করবে।
৪। শারীরিকভাবে ফিট হতে হবে।
৫। সানাবিয়্যাহ (আম্মাহ) বা ইন্টারমিডিয়েট বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে।
৬। সানাবিয়্যাহ (আম্মাহ) বা ইন্টারমিডিয়েট বা সমমানের সার্টিফিকেট অর্জনের পর তিন বছরের বেশি অতিবাহিত হওয়া যাবে না।
৭। জেনারেল/ কওমী/ আলিয়া/ ও ইংলিশ মিডিয়ামে অধ্যয়নকারী সবাই আবেদন করতে পারবে। (যদিও কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ও জেনারেল বিষয়ে পড়ার সুযোগ রয়েছে, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা ইচ্ছে করলে ইসলামী বিষয়ে অধ্যয়ন করতে পারবে)।
৮। অনার্সে ভর্তির জন্য নূন্যতম বয়স ১৭ এবং সর্বোচ্চ বয়স ২৫ বছর।
৮। ইতঃপূর্বে সৌদি আরবের অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বহিঃষ্কৃত না হওয়া।
৯। সৌদি আরবের অন্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক স্কলারশীপ প্রাপ্ত না হওয়া ।
১০। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে।
১০। ছাত্রীদের আবেদনের ক্ষেত্রে মাহরাম অভিভাবকের (সৌদিতে অবস্থানরত বাবা অথবা ভাই অথবা আপন মামা অথবা কাকা …) ইকামার কপি লাগবে। মেয়েদের ক্ষেত্রে যাদের সৌদিতে মাহরাম নেই, তারা বাংলাদেশ থেকে স্বামী – স্ত্রী একত্রে আবেদন করতে পারবে।
উল্লেখ্য যে, এবছরও এই ভার্সিটি স্কলারশিপের আবেদন গ্রহন করছে। আবেদনের সর্বশেষ সময়: ২৮ই জুলাই ২০২৪।