Al-Ilm Academy

AL-ILM Scholarship Center

Scholarship AD fer website 00

সৌদি আরব শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে

শিক্ষাবৃত্তি লাভের সূবর্ণ সুযোগ

সৌদি আরব শিক্ষা মন্ত্রণালয় (মিনিস্ট্রি) এর মাধ্যমে সম্পূর্ণ স্কলারশিপে বিশ্বের যেকোন প্রান্ত থেকে সৌদি আরবে প্রায় ২৬ টি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পড়াশোনার সূবর্ণ সুযোগ। যা কওমী (মু'আদালাভূক্ত প্রতিষ্ঠান) , আলিয়া ও জেনারেল সকলের জন্য উন্মুক্ত।

নির্দিষ্ট বাটনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিন

আবেদন চলমান রয়েছে: অনার্স, মাস্টার্স, পিএইচডি
২১ শে এপ্রিল- ২৮ শে জুলাই ২০২৪ইং

 

সৌদি আরব স্কলারশিপে যেসকল স্তরে পড়াশোনার জন্য স্কলারশিপ সুযোগ প্রদান করে। যথাক্রমে :
১. ডিপ্লোমা পূর্ব প্রোগ্রাম।
২. ডিপ্লোমা।
৩. অনার্স।
৪. মাস্টার্স।
৫. ডক্টরেট।
৬. পোস্ট ডক।