Al-Ilm Academy

কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়
King Faisal University
جامعة الملك فيصل

দেশ: সৌদি আরব
ছাত্র -ছাত্রী সংখ্যা: প্রায় ৪০০০০ জন

 

স্কলারশীপের সুযোগ সুবিধা:
১। নামমাত্র বিল পরিশোধ করে ক্যান্টিনে খাবার গ্রহণের সুবিধা।
২। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ফ্রী আবাসন ব্যবস্থা।
৩। প্রতি একাডেমিক ইয়ার শেষে দেশে আসা যাওয়ার জন্য ফ্রী বিমান টিকিট।
৪। মাসিক বৃত্তি ।
৫। বিশ্ববিদ্যালয়ে পৌঁছার সাথে সাথে দুই মাসের প্রস্তুতি ভাতা প্রদান ।
৬। ভাল ফলাফলের জন্য বৃত্তি প্রদান।
৭। গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার পর বই কার্গো করে দেশে নেওয়ার জন্য তিন মাসের বৃত্তি প্রদান।
৮। বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার ক্লাব গুলোতে অংশগ্রহনের সুযোগ ।
৬। ফ্রী মেডিক্যাল সেবা।

 

বাংলাদেশী ছাত্রছাত্রীদের ভর্তি হতে কী কী যোগ্যতা লাগে:
১। কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে।
২। চারিত্রিক ভাবে ভালো হতে হবে।
৩। বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলার অঙ্গীকার করবে।
৪। শারীরিকভাবে ফিট হতে হবে।
৫। ইন্টারমিডিয়েট বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে ( জেনারেল/ কওমী/ আলিয়া/ ও ইংলিশ মিডিয়ামে অধ্যয়নকারী সবাই আবেদন করতে পারবে।)
6। ইন্টারমিডিয়েট বা সমমানের সার্টিফিকেট অর্জনের পর তিন বছরের বেশি অতিবাহিত হওয়া যাবে না।
৭। অনার্সে ভর্তির জন্য নূন্যতম বয়স ১৭ এবং সর্বোচ্চ বয়স ২৫।
৮। ইতিপূর্বে সৌদি আরবের অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বহিঃষ্কৃত না হওয়া ।
৯। সৌদি আরবের অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক স্কলারশীপ প্রাপ্ত না হওয়া ।
১০। ছাত্রীদের আবেদনের ক্ষেত্রে মাহরাম অভিভাবকের (সৌদিতে অবস্থানরত বাবা অথবা ভাই অথবা আপন মামা অথবা কাকা……) ইকামার কপি লাগবে। মেয়েদের ক্ষেত্রে যাদের সৌদিতে মাহরাম নেই , তারা বাংলাদেশ থেকে স্বামী – স্ত্রী একত্রে আবেদন করতে পারবে।

 

উল্লেখ্য যে, এবছরও এই ভার্সিটি স্কলারশিপের আবেদন গ্রহন করছে। আবেদনের সর্বশেষ সময়: ২৮ই জুলাই ২০২৪।