Al-Ilm Academy

একাডেমীর কোর্স নীতিমালা

আল-ইলম একাডেমী নতুন হলেও তা শিক্ষার্থীদেরকে সকল কিছু সুন্দরভাবে সাজানো- গোছানো অবস্থায় প্রদান করতে প্রতিজ্ঞাবদ্ধ। এক্ষেত্রে একাডেমীর পক্ষ থেকে কোন ধরনের কমতি থাকবে না। ইনশা-আল্লাহ!

 

– একাডেমীর শিক্ষা ব্যবস্থা শুধু নির্ধারিত সময়ে পাঠদানের মাঝেই সীমাবদ্ধ থকবেনা বরং একাডেমী কর্তৃক প্রদত্ত বিভিন্ন কার্যক্রম ও প্রক্রিয়ার মাধ্যমে তা পরিচালিত হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে প্রদত্ত হোমওয়ার্ক, এসাইনমেন্ট ও বিভিন্ন শিক্ষণ কার্যাবলী ক্লাসের মতই প্রাধান্য পাবে। উভয়ের সমন্বয়েই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

 

– একাডেমী তার সকল শিক্ষার্থীকে শিক্ষা ও সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে সমান দৃষ্টিতে দেখতে অঙ্গিকারবদ্ধ। এক্ষেত্রে যেকোন ধরনের বৈষম্যের বিরুদ্ধে একাডেমীর স্পষ্ট অবস্থান থাকবে।

 

– সর্বোপরি একাডেমী তার স্টাফ, শিক্ষার্থী ও শুভানুরাগীসহ সকলের জন্য শিক্ষাসহ আনুষঙ্গিক বিষয়ে সদা-সর্বদা সামগ্রিক কল্যাণে বিশ্বাসী। এখানে শরীক হওয়া প্রত্যেকেই তাঁর ন্যায্য অধিকার যথাযথভাবে পাবে বলে আশাবাদী।

 

– মেধাগত দূর্বল, গ্রহণযোগ্য ওজর ও কর্ম ব্যস্ত শিক্ষার্থীদের জন্য একাডেমী কর্তৃক প্রদত্ত নীতিমালা প্রয়োগ করা হবে। যাতে করে শিক্ষার্থী ও একাডেমী কেউই ক্ষতিগ্রস্ত না হয়। সর্বোপরি একাডেমী শিক্ষাকে প্রাধান্য দেয়ার চেষ্টা করবে।

 

– সকল বিষয়ে একাডেমী তার শিক্ষার্থীদেরকে এবং শিক্ষার্থীরা একাডেমীকে সাহায্য করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী। একাডেমী কখনই কারো অনৈতিক বিষয়ের সাথে আপোষ করবে না।

 

– একাডেমী যেমন শিক্ষার্থীদেরকে মানসম্মত শিক্ষা ও উত্তম আচার- আচরণ দিয়ে সার্বিক বিষয়ে সহযোগিতা করবে, অনুরূপভাবে একাডেমী শিক্ষার্থীদের থেকেও এবিষয়ে সর্বোচ্চ সহযোগিতা একান্তভাবে কামনা করে।

 

– একাডেমী কিংবা শিক্ষার্থী কর্তৃক কোন অসঙ্গতি, ভুল বা শরী‘আহর সাথে সাংঘর্ষিক কোন বিষয় পরিলক্ষিত হলে যথাযথ পদ্ধতিতে তা অবহিত করণ এবং শোধরানোর পথ- পন্থা উন্মুক্ত থাকবে।

 

– একাডেমী সর্বদাই শিক্ষার্থীর দ্বীনী জ্ঞানার্জনে আন্তরিকতা, মেধার  সাক্ষর ও সফলতাকে সর্বোচ্চ সম্মাানের সাথে মূল্যায়নের চেষ্টা করবে।

 

– একাডেমী অর্থনৈতিক ব্যাপারে সর্বদা যথেষ্ট সোচ্চার থাকবে।

শিক্ষার্থীদের জন্য নিয়ম কানুন এবং ক্লাসে উপস্থিতি সংক্রান্ত নিয়মাবলী

 – যুগোপযোগী মান-সম্মত জ্ঞানার্জনে শিক্ষার্থীদের জন্য যথাসময়ে ক্লাসে উপস্থিত হওয়ার বিকল্প নেই। একাডেমী আশাবাদী যে, সকল শিক্ষার্থী নিয়মতান্ত্রিক ভাবে ক্লাসে উপস্থিতির মাধ্যমে একাডেমীকে সহযোগিতা করবে।

 

– ক্লাস ও ক্লাসের বাইরে সকল শিক্ষার্থী একাডেমী কর্তৃক প্রদত্ত নিয়মাবলী মানতে বাধ্য থাকবে। আমরা আশাবাদী যে, এক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ যথাযথ সোচ্চার থেকে সহযোগিতা করবে।

 

– সকল শিক্ষার্থী ক্লাস, মডেল টেস্ট ও সকল পরীক্ষায় আবশ্যিকভাবে অংশগ্রহণ করবে। কোন শিক্ষার্থী কর্তৃক এর ব্যত্যয় ঘটলে সে একাডেমী প্রদত্ত নির্দেশনার আওতায় পড়বে।

 

– লাইভ ক্লাসের ক্ষেত্রে নির্ধারিত সময়ে ক্লাস শুরু হওয়ার পূর্বেই শিক্ষার্থী একটি প্রি-রেকর্ডেড ক্লাস ও শীট পাবে। এছাড়া ক্লাস শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বেই ক্লাসে প্রবেশের লিংক গ্রুপে দেয়া হবে এবং দারস শুরু হওয়ার পূর্বেই ক্লাসে অংশগ্রহণ বাধ্যতামূলক।

 

– কোন শিক্ষার্থী ১৫ মিনিট পরে ক্লাসে উপস্থিত হলে সে বিলম্বিত বলে বিবেচিত হবে। পুরো সেমিস্টারে ক্লাসে ২৫% অনুপস্থিত থাকলে শিক্ষার্থী স্বীয় অভিভাবকসহ জবাবদিহিতার সম্মুখীন হবে।

 

– ক্লাস শেষে নির্দিষ্ট একটি সময় প্রশ্নোত্তরের জন্য বরাদ্দ থাকবে। এছাড়া হটস-এপ/ টেলিগ্রাম গ্রুপ সর্বদা সকল বিষয়ের জন্য উন্মুক্ত থাকবে।

প্রয়োজনীয় ই-সেফটি পলিসি

– একাডেমী কর্তৃক পরিচালিত ওয়েবসাইটে শিক্ষার্থীদের যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে।

 

– একাডেমীর সিলেবাস ও প্রণীত গ্রন্থ ওয়েবসাইট ও হটস-এপ/ টেলিগ্রাম গ্রুপ উভয় মাধ্যম থেকেই একজন শিক্ষার্থী নির্দিষ্ট সেমিষ্টার অনুযায়ী সংগ্রহ করতে পারবে।

 

– সকল ক্লাস লেসন আপলোড কিংবা প্রমোশনাল উদ্দেশ্যে একাডেমী রেকর্ড ও সংরক্ষণ করবে। এক্ষেত্রে আল-ইলম একাডেমীর নিকট সম্পূর্ণ কপিরাইট স্বত্বাধিকার থাকবে।

 

– একাডেমী থেকে প্রাপ্ত সিলেবাস, নিজস্ব প্রণীত গ্রন্থ, সকল রেকর্ড ক্লাস, প্রি-রেকর্ডেড ক্লাস, ক্লাস প্রেজেন্টেশন, লেকচার শীট, ওয়ার্কশীট ইত্যাদি শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের একাডেমিক উদ্দেশ্যেই ব্যবহারের অনুমতি পাবে। একাডেমীর অনুমতি ব্যতিত কর্তৃপক্ষ কিংবা শিক্ষার্থী যে কারো দ্বারাই তৃতীয় পক্ষের নিকটে হস্তান্তর বা পাবলিশ করা গর্হিত অপরাধ বলে গণ্য হবে। বরং এই নিন্দনীয় কাজের জন্য ব্যক্তি সর্বোত্তম বিচারক মহান আল্লাহর নিকটে জবাবদিহিতার আওতাধীন অবস্থায় থাকবে।

 

– কোন শিক্ষার্থী বা দায়িত্বশীল কর্তৃক আল-ইলম একাডেমীর উস্তাযমন্ডলী, স্টাফ, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকের যেকোন ধরনের নেতিবাচক ব্যক্তিগত তথ্য কোথাও উপস্থাপন হলে তা গর্হিত অপরাধ বলে গণ্য হবে। 

 

– সকল ক্লাস জুম/ গুগল মিট এপসের মাধ্যমে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের নিজ দায়িত্বে এসব এপসের ব্যবহার শিখে নেয়া আবশ্যক।

 

– শিক্ষার্থীরা উস্তাযের দিক- নির্দেশনা অনুযায়ী ক্লাসে ভিডিও/অডিও চালু রাখবে। মহিলা শিক্ষার্থীরা আবশ্যিকভাবে অডিও/ভিডিও বন্ধ রাখবে। তবে পরীক্ষা বা প্রয়োজন সাপেক্ষে নিকাব ব্যবহার করতঃ চালু করার অনুমতি পাবে।