দেশ: সৌদি আরব।
লোকেশন: রিয়াদ।
ছাত্র সংখ্যা: ৮৫৩৬৭ জন।
ছাত্রী সংখ্যা: ৪২০০২ জন।
বিশ্ব র্যাংকিংয়ে অবস্থান: ৩৫১ তম।
স্কলারশীপের সুযোগ সুবিধা:
১। টিউশন ফি ফ্রী।
২। মাসিক বৃত্তি প্রদান।
৩। বিশ্ববিদ্যালয়ে পৌঁছার সাথে সাথে প্রস্তুতি ভাতা।
৪। প্রতি একাডেমিক ইয়ার শেষে দেশে আসা যাওয়ার জন্য ফ্রী বিমান টিকিট।
৫। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ফ্রী আবাসন ব্যবস্থা।
৬। ফ্রী মেডিক্যাল সেবা।
বাংলাদেশী ছাত্রছাত্রীদের ভর্তি হতে কী কী যোগ্যতা লাগে:
১। ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে।
২। অনার্সের ভর্তির জন্য নূন্যতম বয়স ১৭ এবং সর্বোচ্চ বয়স ২৫ বছর।
৩। মাস্টার্সে ভর্তির জন্য সর্বোচ্চ বয়স ৩০ বছর।
৪। ডক্টরেট পর্যায়ে ভর্তির জন্য সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
৫। সার্টিফিকেটগুলো Saudi Ambassy কর্তৃক সত্যায়িত হতে হবে।
৬। সৌদি আরবের অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক স্কলারশীপ প্রাপ্ত না হওয়া।
৭। ছাত্রীদের আবেদনের ক্ষেত্রে মাহরাম অভিভাবকের (সৌদিতে অবস্থানরত বাবা অথবা ভাই অথবা আপন মামা অথবা কাকা …) ইকামার কপি লাগবে। মেয়েদের ক্ষেত্রে যাদের সৌদিতে মাহরাম নেই, তারা বাংলাদেশ থেকে স্বামী – স্ত্রী একত্রে আবেদন করতে পারবে।
৮। শারীরিকভাবে ফিট হতে হবে।
৯। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে।
১০। জেনারেল/ কওমী/ আলিয়া/ ও ইংলিশ মিডিয়ামে অধ্যয়নকারী সবাই আবেদন করতে পারবে।
উল্লেখ্য যে, এবছরও এই ভার্সিটি স্কলারশিপের আবেদন গ্রহন করছে। আবেদনের সর্বশেষ সময়: ২৮ই জুলাই ২০২৪।