সৌদি আরবের উত্তর-পশ্চিমে তাবুক শহরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় ইংরেজিতে University of Tabuk । এটি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদের আদেশে 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকা 12 মিলিয়ন বর্গ মিটার।
বর্তমানে, অত্র বিশ্ববিদ্যালয়ে 1659 জনেরও বেশি শিক্ষক রয়েছে, এদের মধ্যে 40% মহিলা। ছাত্র সংখ্যা
36,000 জনের বেশি। যার মধ্যে বাংলাদেশেরও বেশ কিছু শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে সেখানে অধ্যয়ন করছে।
বাংলাদেশী ছাত্র/ছাত্রীদের ভর্তি আবেদনে যে সকল যোগ্যতা প্রয়োজন:
১.ইন্টারমিডিয়েট বা সমমানের সার্টিফিকেট পরীক্ষার সার্টিফিকেট থাকা (স্কুল-কলেজ/ কওমী/ আলিয়া/ ও ইংলিশ মিডিয়ামে অধ্যয়নকারী সবাই আবেদন করতে পারবে)।
২. অনার্সে ভর্তির জন্য নূন্যতম বয়স ১৭ এবং সর্বোচ্চ বয়স ২৫।
৩. ইতিপূর্বে সৌদি আরবের অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বহিঃষ্কৃত না হওয়া।
৪. সৌদি আরবের অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক স্কলারশীপ প্রাপ্ত না হওয়া।
৫. বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পরে সফলভাবে একটি মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টিসমূহ:
১. শরিয়া ও আইন কলেজ
২. কলেজ অফ ইঞ্জিনিয়ারিং (সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মাইনিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর শাখাগুলি অন্তর্ভুক্ত)
৩. কম্পিউটিং ও তথ্য প্রযুক্তি কলেজ
৪. কলেজ অফ মেডিসিন এন্ড সার্জারি
৫. ফলিত স্বাস্থ্য বিজ্ঞান কলেজ (বিশেষজ্ঞতা সহ: ঔষধ, পরীক্ষাগার প্রযুক্তি, নার্সিং এবং শারীরিক থেরাপি)
৬. ফার্মেসী অনুষদ
৭. কলেজ অফ এডুকেশন অ্যান্ড আর্টস
৮. কমিউনিটি কলেজ
৯. বিজ্ঞান কলেজ
১০. গার্হস্থ্য অর্থনীতি অনুষদ – মহিলাদের জন্য
১১. কলেজ অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যা 5টি অনুষদ নিয়ে গঠিত: (ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং, ফিনান্স এবং ইনভেস্টমেন্ট)
বিঃ দ্রঃ সবগুলো অনুষদে অনারবরা ভর্তি হতে পারবে না যেমন, প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞানের অনুষদগুলিতে অনারবরা ভর্তি হতে পারলেও মেডিসিন ফ্যাকাল্টিগুলোতে পারবেনা।
সুযোগ সুবিধাসমূহ:
১. শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান করা হয় (840 রিয়াল)।
২. প্রতি বছর বই ক্রয়ের জন্য 1000 রিয়াল দেওয়া হয়।
৩. নতুন শিক্ষার্থীকে আগমনের পর প্রশিক্ষণ ভাতা হিসাবে দুই মাসের উপবৃত্তি দেওয়া হয় (1760 রিয়াল)।
৪. বিশ্ববিদ্যালয় কর্তৃক ফ্রি আবাসনের ব্যবস্থা (অবিবাহিতদের জন্য)।
৫. খাবারের সু-ব্যবস্থা।
৬. অধ্যয়নের পুরো সময়কাল জুড়ে চিকিৎসা সহায়তা।
৭. ব্যাচেলর ডিগ্রী শেষে বই দেশে পাঠানোর জন্য তিন মাসের বৃত্তি প্রদান করা হয় (2520 রিয়াল)।
৮. নিয়ম অনুযায়ী প্রতিটি শিক্ষাবর্ষের শেষে প্রতি ছাত্রের জন্য রাউন্ড ট্রিপের টিকিট।
৯. পরপর দুই সেমিষ্টার ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের 1000 রিয়াল বোনাস দেওয়া হয়।
১০. পরিবার নিয়ে আসার সুযোগ।
উল্লেখ্য: বর্তমানে সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে অনার্স লেভেলে স্কলারশিপের আবেদন চলছে। আবেদন করা যাবে ২৮ই জুলাই ২০২৪ পর্যন্ত।
Automated page speed optimizations for fast site performance