Al-Ilm Academy

আবেদন প্রক্রিয়া

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সৌদি আরবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিনিস্ট্রি স্কলারশিপের জন্য আবেদন করতে নিম্নোল্লিখিত প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার হবে। যথা:

মেয়েদের আবেদনের ক্ষেত্রে যেগুলো বিষয় খুবই লক্ষণীয়:

বিশেষ দ্রষ্টব্য

সৌদি মিনিষ্ট্রির সাথে মু্’আদালাকৃত মাদরাসাসমূহ

১. মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া, যাত্রাবাড়ী, ঢাকা।
২. সরকারি মাদরাসা-ই-আলিয়া, বখশীবাজার, ঢাকা।
৩. জামিয়া দারুল মা‘আরিফ, চট্টগ্রাম।
৪. মাদরাসা দারুল হাদীস আস-সালাফিয়্যাহ, পাঁচরুখী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ
৫. আল মারকাযুল ইসলামী আস সালাফী, নওদাপাড়া, রাজশাহী।
৬. মাদরাসা সিরাজুল হুদা, চরবাগডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ।
৭. মাদরাসা দারুল হুদা আস সালাফিয়্যাহ, আলাদীপুর, সাপাহার, নওগাঁ।
৮. মাদরাসাতুল হাদীস, নাজিরবাজার, ঢাকা।
৯. মাদরাসা দারুল হাদীস, পুরাতন বাঁশবাজার, পাবনা।
১০.আল মাদরাসাতুল ইসলামিয়্যাহ আল আরাবিয়্যাহ আস সালাফিয়্যাহ, সাপাহার, নওগাঁ।
১১. মাদরাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা।
১২. মাদরাসা ঈশাআতুল ইসলামিয়্যাহ আস সালাফিয়্যাহ, রাণীবাজার, রাজশাহী।

মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মু’আদালাকৃত মাদরাসাসমূহ

১. মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া, যাত্রাবাড়ী, ঢাকা।
২. সরকারী সরকারি মাদরাসা-ই-আলিয়া, বখশীবাজার, ঢাকা।
৩. জামিয়া দারুল মা‘আরিফ, চট্টগ্রাম।
৪. মাদরাসা দারুল হাদীস আস-সালাফিয়্যাহ, পাঁচরুখী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ
৫. আল মারকাযুল ইসলামী আস সালাফী, নওদাপাড়া, রাজশাহী।
৬. মাদরাসা সিরাজুল হুদা, চরবাগডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ।
৭. মাদরাসা দারুল হুদা আস সালাফিয়্যাহ, আলাদীপুর, সাপাহার, নওগাঁ।
৮. মাদরাসাতুল হাদীস, নাজিরবাজার, ঢাকা।
৯. মাদরাসা দারুল হাদীস, পুরাতন বাঁশবাজার, পাবনা।
১০.আল মাদরাসাতুল ইসলামিয়্যাহ আল আরাবিয়্যাহ আস সালাফিয়্যাহ, কদমডাঙ্গা, সাপাহার, নওগাঁ।
১১. মাদরাসা দারুস সুন্নাহ, মিরপুর, ঢাকা।
১২. মাদরাসা ঈশাআতুল ইসলামিয়্যাহ আস সালাফিয়্যাহ, রাণীবাজার, রাজশাহী।
১৩. দোলেশ্বর ইসলামীয়া মাদরাসা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।
১৪. মাদরাসাতুল হাদীস আস সালাফিয়্যাহ, সাবগ্রাম বগুড়া।
১৫. দারুল উলুম সালাফিয়্যাহ মাদরাসা, কলমুডাঙ্গা, সাপাহার, নওগাঁ।
১৬. দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, হেদাতিপাড়া, বাঘা, রাজশাহী।
১৭. মাদরাসাতুল হুদা আল ইসলামিয়্যাহ আস সালাফিয়্যাহ, ঠাকুরগাঁও।
১৮. আল মাদরাসাতুস সালাফিয়্যাহ, দেবীনগর, চাঁপাইনবাবগঞ্জ।।
১৯. আল মা‘হাদ আস সালাফী, খুলনা।