Al-Ilm Academy

আল-কাসিমিয়া বিশ্ববিদ্যালয়
الجامعة القاسمية
Al Qasimia University

আল কাসিমিয়া ইউনিভার্সিটি UAE ফুল ফ্রি স্কলারশিপ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিতে পারেন এখানে।

দেশ : আরব আমিরাত
লোকেশন : শারজাহ,আরব আমিরাত।
শহর : শারজাহ
শিক্ষার্থী সংখ্যা : ১০৩,৯৫১
বিশ্বব্যাপী র‍্যাংক : ১১,০৭২

 

স্কলারশিপ সুযোগ সুবিধা :

  • আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান
  • ছেলে ও মেয়েদের আলাদা ব্যবস্থা
  • স্নাতক মাসিক স্টাইপেন্ড (48k BDT)
  • টিউশন ফি,খাওয়া,আবাসন ফ্রি
  • মেডিকেল সেবা প্রদান ফ্রি
  • ক্যাম্পাসে যাতায়াত খরচ বহন ফ্রি
  • আরবী ভাষা কোর্স স্টাইপেন্ড (32k BDT)
  • স্নাতক ৫০% ও সমাপ্ত করলে বিমান টিকিট ফ্রি

 

আবেদনের যোগ্যতা :

  • ১৬-২০ বছর বয়স হতে হবে
  • অবিবাহিত হতে হবে।
  • HSC Level রেজাল্ট ৭০% মার্ক হতে হবে
  • ইকোনমিক / মেনেজমেন্ট / কমিউনিকেশন সাব্জেক্ট এ IELTS আবশ্যিক লাগবে।


ডুকুমেন্টস কি কি :

  • পাসপোর্ট (কমপক্ষে ২ বছর মেয়াদ সহ)
  • দাখিল/আলিম সার্টিফিকেট
  • দাখিল/আলিম মার্কশীট
  • পুলিশ/তাজকিয়া সনদ
  • মেডিকেল সার্টিফিকেট (৩ মাস মেয়াদযুক্ত)
  • ছবি সাদা রঙিন (৩×৪)
  • রেকোমেন্ডেড লেটার / তাজকিয়া
  • সব ডুকুমেন্টস ইংরেজি বা আরবীতে হবে।

 

নিজ দেশ ও UAE দূতাবাস হতে সত্যায়িত হতে হবে। ( ফাইনাল সিলেকশন হলে তারা মেইল করে সত্যায়িতর জন্য নির্দেশনা দিবে)

 

সাব্জেক্ট সমুহ :

  • শারীয়াহ ও ইসলামিক স্টাডিজ
  • আল কুরআন স্টাডিজ
  • আর্টস ও হিউম্যানিটিজ
  • ইকোনমিকস
  • ম্যানেজমেন্ট
  • কমিউনিকেশন

 

( আবেদনের পরে সিলেকশন প্রাপ্তদের মেইল করে জানায়, পরবর্তীতে আবার মেইল করে ভাইভার তারিখ ও লিংক প্রদান করে অনলাইনে ভাইভা নিবে,তারপর ফাইনাল সিলেকশন)

 

সতর্কতা :

  • সার্টিফিকেট সরকারি চেয়েছে। সুতরাং সানাবিয়া (বেসরকারি) গ্রহণ যোগ্য নয়। কেউ সানাবিয়া দিয়ে কবুল হলেও যাওয়ার সময় বাতিল হবেন।
  • সেখানে গিয়ে 2.00 এর নিচে রেজাল্ট করলে স্কলারশিপ বাতিল হতে পারে। (Out Of 4.00)
  • স্কলারশিপ পাওয়ার পরে যথাসময়ে সেখানে না গেলে তা বাতিল বলে গণ্য হবে।আর সুযোগ থাকবেনা।
  • সমস্ত তথ্য সঠিক দিয়ে, ফর্ম পুরন করে নির্ভুলভাবে আবেদন না হলে সুযোগ পাবেন না।
  • নির্দিষ্ট সাব্জেক্ট এ IELTS ছাড়া হবেনা।

 

আবেদনের শুরু ও শেষ :

শুরু : জানুয়ারি ২০২৫
শেষ : ৩০ জুন ২০২৫

_____________________________________

▪নির্ভুলভাবে আবেদন, অনুবাদ,পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট সহ স্কলারশিপ তথ্য পেতে যোগাযোগ :
আল-ইলম স্কলারশিপ সেন্টার:
📞 01876-804324 (Whatsapp)
Ilmscholarship24@gmail.com
🔗 ilmacademyedu.com

আল কাসিমিয়া ইউনিভার্সিটি শারজাহ আরব আমিরাত ফুল ফ্রি স্কলারশিপ Al-Ilm Academy