দেশ: সৌদি আরব
ছাত্র সংখ্যা: ৮০টির বেশি দেশের ১০১৯৩১ জনের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন।
স্কলারশীপের সুযোগ সুবিধা:
অর্থনৈতিক সুবিধা-
১। মাসিক বৃত্তি প্রদান।
২। প্রতি একাডেমিক ইয়ার শেষে দেশে আসা যাওয়ার জন্য ফ্রী বিমান টিকিট।
৩। প্রতি বছর পাঠ্যবই কেনার জন্য বার্ষিক অর্থ প্রদান।
অন্যান্য সুবিধা:
১। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ফ্রী আবাসন ব্যবস্থা।
২। ফ্রী উমরা ও হজ্জের ব্যবস্থা।
৩। নামে মাত্র টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে উন্নতমানের খাবারের ব্যবস্থা।
৪। ফ্রী মেডিক্যাল সেবা।
৫। ফ্রী পরিবহন ব্যবস্থা।
৬। দুর্লভ বইসমৃদ্ধ আধুনিক লাইব্রেরীতে অধ্যয়নের সুযোগ।
৭। বিবাহিতদের জন্য ফ্যামিলি ভিসা প্রদান ও আবাসন।
৮। বছরে তিন থেকে চার মাস গ্রীষ্মকালীন ছুটি।
বাংলাদেশী ছাত্রছাত্রীদের ভর্তি হতে কী কী যোগ্যতা লাগে:
১। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে।
২। ছাত্রীদের আবেদনের ক্ষেত্রে মাহরাম অভিভাবকের ইকামার কপি লাগবে। অর্থাৎ মহিলা আবেদনকারীদের অবশ্যই বর্তমান মক্কায় বসবাসরত তার একজন মাহরাম পুরুষ পরিবারের সদস্যের প্রমাণ উপস্থাপন করতে হবে, যদি তারা তাদের স্বামী বা ভাইয়ের সাথে আবেদন না করে থাকে।
৩। বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
৪। সৌদি আরবের অন্য কোনো ইউনিভার্সিটি বা কোন সংস্থা কর্তৃক স্কলারশীপ পেয়েছে এমন হলে আবেদন বাতিল হয়ে যাবে।
৫। শারীরিকভাবে ফিট হতে হবে।
৬। জেনারেল/ কওমী/ আলিয়া/ ও ইংলিশ মিডিয়ামে অধ্যয়নকারী সবাই আবেদন করতে পারবে।
৭। ইন্টারমিডিয়েট/ আলীম/ a level/ এবং এ সমমানের মুআদালাকৃত কওমী সার্টিফিকেট অর্জনের পর পাঁচ বছর অতিবাহিত হলে আবেদন করা যাবে না।
উল্লেখ্য যে, এবছরও এই ভার্সিটি স্কলারশিপের আবেদন গ্রহন করছে। আবেদনের সর্বশেষ সময়: ২৮ই জুলাই ২০২৪।
Automated page speed optimizations for fast site performance