Al-Ilm Academy

দানশীলদের প্রতি উদাত্ত আহ্বান

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য। আলহামদু লিল্লাহ। দরূদ ও সালাম বর্ষিত হৌক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

 

মহান আল্লাহ বলেন-

وَتَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَ التَّقۡوٰی وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَ الۡعُدۡوَانِ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِیۡدُ الۡعِقَابِ – অর্থাৎ, তোমরা ভালো কাজ এবং আল্লাহ ভীতির কাজে পরস্পরকে সহযোগিতা করো। মন্দকাজ ও সীমালঙ্ঘনে পরস্পরকে সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা (মায়েদা/০২)।

 

তিনি আরো বলেন-

مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ – অর্থাৎ, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ (বাকারা/২৬১)।

 

আবূ হুরায়রাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, (অর্থাৎ) প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ! দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন (সহীহ্ বুখারী, হা/১৪৪২)।

 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন-

إذا مات الإنسان انْقَطَعَ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاثٍ: صَدَقةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ – অর্থাৎ, যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। শুধু তিনটি জিনিস ব্যতীত। যথা: (১) সদাকায়ে জারিয়াহ (২) উপকারী ইলম; যে ইলম দ্বারা উপকৃত হয় (৩) সৎ সন্তান; যে তার জন্য দু’আ করে (সহীহ মুসলিম, হা/১৬৩১)।

 

আল ইলম একাডেমী একটি ইসলামী শিক্ষা প্ল্যাটফর্ম। বিশুদ্ধ আক্বীদা ও সালাফী মানহাজের আলোকে অহি ভিত্তিক দ্বীনের বিশুদ্ধ জ্ঞান সর্ব সাধারণের নিকট ছড়িয়ে দিতে এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে নানাবিধ শিক্ষা কার্যক্রম। তন্মধ্যে অন্যতম হলো, বিশুদ্ধভাবে তাজবীদসহ আল-কুরআন শিক্ষা, আরবী ভাষা শিক্ষা, হাদীস ও উসূলে হাদীস শিক্ষা কোর্স ইত্যাদি অন্যতম। খুব শীঘ্রই এর সাথে আরো গুরুত্বপূর্ণ যুগোপযোগী দারস শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। অনুরূপভাবে আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, খুব শীঘ্রই একাডেমী থেকে শিক্ষার পাশাপাশি দাওয়াহ ও প্রকাশনা খিদমাহ শুরু হতে যাচ্ছে- ইনশাআল্লাহ। মহান আল্লাহ তৌফীক্ব দান করুন। আমীন!

 

আমাদের সকল কার্যক্রম ও কোর্স একাডেমিক- শিক্ষার্থী গুরুত্বের জন্য নামমাত্র ফী-তে করানো করা হয়; যা আমাদের কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট নয়। ফলে আমরা আমাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে হিমশিম খাচ্ছি এবং অনেক সময় ভর্তুকি দিয়ে পরিচালনা করতে হচ্ছে। আমাদের শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন, শিক্ষার্থীদের চাহিদা পূরণ, গবেষণা, দাওয়াহ, প্রকাশনা, গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিতাবাদি ক্রয়, মানসম্মত কনটেন্ট তৈরি, কোর্স ডিজাইন-ইডিটিং, ওয়েবসাইট ডেভলপমেন্ট, এডমিনিস্ট্রেশন ইত্যাদি নানা খাতে অনেক অর্থের প্রয়োজন হয়। একাডেমীর কার্যক্রম নতুন আঙ্গিকে ও বৃহৎ পরিসরে আনতে এখন অনেক অর্থের প্রয়োজন।

 

বিশুদ্ধ আক্বীদা ও সালাফী মানহাজের যুগোপযোগী মানসম্মত শিক্ষা-দাওয়াহ-প্রকাশনা সেবা কার্যক্রমকে বেগবান করে গড়ে তুলতে এবং এগিয়ে নিতে আপনাদের আন্তরিক সহযোগিতা খুবই জরুরী। সম্মিলিত সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব ইনশাআল্লাহ। বিশেষ করে অর্থনৈতিকভাবে পাশে দাঁড়ালে একাডেমী তার কাঙ্খিত লক্ষ্যে যথাসময়ে পৌঁছাবে- ইনশাআল্লাহ। অতএব দানশীল দ্বীনী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান- আপনারা এই গুরুত্বপূর্ণ দ্বীনী কাজ এগিয়ে নিতে সাধ্যের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে একাডেমীর কল্যাণে এগিয়ে আসবেন। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অহি ভিত্তিক বিশুদ্ধ জ্ঞানের প্রচার ও প্রসারের স্বার্থে দান-সদাকায়ে জারিয়াসহ (এককালীন, মাসিক, বাৎসরিক) যেকোনো মাধ্যমে একাডেমীকে সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী। মহান আল্লাহ কবুল করুন। সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমীন!

 

তাছাড়া একাডেমী যেন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য আপনার সুদৃষ্টি প্রত্যাশা করছি। মহান আল্লাহ যেন আমাদের সকলকে হিফাযত করেন, সম্পদে বরকত দান করেন এবং সকলকে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসেবে মনোনীত করেন। আমীন!

আপনাদের দান-সদাকাহ যেসব খাতে ব্যয় হবে:

দান-সদাকাহ পাঠানোর মাধ্যম

বিকাশ-লোগো
01710353931 (পার্সোনাল)
Nagad Logo1
01710353931 (পার্সোনাল)
Islami bank
Islami Bank Bangladesh ABDUL HAKIM Gibindoganj 20502190202107818

সাদাকাহ ফর্ম

Please enable JavaScript in your browser to complete this form.
আপনার নাম
আপনার ই-মেইল
আপনার নাম গোপন রাখতে চান কি?