দেশ: সৌদি আরব
লোকেশন: আল-মদিনা আল-মুনায়ারা
ছাত্র সংখ্যা: ৬৯২১০ জনের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। এখানে যেমন দেশী ছাত্র ছাত্রী পড়াশোনা করেন, তেমনি বিদেশী ছাত্র ছাত্রীরাও পড়াশোনা করেন।
• ফেকাল্টি মেম্বার: ১৬০৬ জন
স্কলারশীপের সুযোগ সুবিধা:
১। টিউশন ফি ফ্রী।
২। মাসিক বৃত্তি প্রদান।
২। বিশ্ববিদ্যালয়ে পৌঁছার সাথে সাথে প্রস্তুতি ভাতা।
৩। প্রতি একাডেমিক ইয়ার শেষে দেশে আসা যাওয়ার জন্য ফ্রী বিমান টিকিট।
৫। প্রতি বছর পাঠ্যবই কেনার জন্য বার্ষিক অর্থ প্রদান।
৬। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ফ্রী আবাসন ব্যবস্থা।
৭। ফ্রী মেডিক্যাল সেবা।
৮। দুর্লভ বইসমৃদ্ধ আধুনিক লাইব্রেরীতে অধ্যয়নের সুযোগ।
৯। জেনারেল অথবা ইসলামিক বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
বাংলাদেশী ছাত্রছাত্রীদের ভর্তি হতে কী কী যোগ্যতা লাগে:
১। তাইবাহ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে।
২। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবেদনের জন্য কোন ফী নেওয়া হয় না।
২। বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
৩। সার্টিফিকেটগুলো Saudi Embassy কর্তৃক সত্যায়িত হতে হবে।
৪। ছাত্রীদের আবেদনের ক্ষেত্রে মাহরাম অভিভাবকের ইকামার কপি লাগবে ।
৫। শারীরিকভাবে ফিট হতে হবে।
৬। জেনারেল/ কওমী/ আলিয়া/ ও ইংলিশ মিডিয়ামে অধ্যয়নকারী সবাই আবেদন করতে পারবে।
Automated page speed optimizations for fast site performance