দেশ: সৌদি আরব
ছাত্র সংখ্যা: ১৭০টির বেশি দেশের ২২ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন।
স্কলারশীপের সুযোগ সুবিধা:
অর্থনৈতিক সুবিধা-
১। মাসিক বৃত্তি প্রদান।
২। বিশ্ববিদ্যালয়ে পৌঁছার সাথে সাথে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য অতিরিক্ত দুই মাসের বৃত্তি একত্রে প্রদান।
৩। প্রতি একাডেমিক ইয়ার শেষে দেশে আসা যাওয়ার জন্য ফ্রী বিমান টিকিট।
৪। গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার পর বই দেশে পাঠানোর জন্য তিন মাসের বৃত্তি একত্রে প্রদান।
৫। প্রতি বছর পাঠ্যবই কেনার জন্য বার্ষিক অর্থ প্রদান।
অন্যান্য সুবিধা:
১। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ফ্রী আবাসন ব্যবস্থা।
২। ফ্রী উমরা ও হজ্জের ব্যবস্থা।
৩। নামে মাত্র টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে উন্নতমানের খাবারের ব্যবস্থা।
৪। ফ্রী মেডিক্যাল সেবা।
৫। বিশ্ববিদ্যালয় থেকে মসজিদে নববীতে যাতায়াতের জন্য ফ্রী পরিবহন ব্যবস্থা।
৬। দুর্লভ বইসমৃদ্ধ আধুনিক লাইব্রেরীতে অধ্যয়নের সুযোগ।
৭। বিবাহিতদের জন্য ফ্যামিলি ভিসা প্রদান ও আবাসন।
বাংলাদেশী ছাত্রদের ভর্তি হতে কী কী যোগ্যতা লাগে:
১। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুধু ছেলেরা আবেদন করতে পারবে।
২। বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
৩। সৌদি আরবের অন্য কোনো ইউনিভার্সিটি বা কোন সংস্থা কর্তৃক স্কলারশীপ পেয়েছে এমন হলে আবেদন বাতিল হয়ে যাবে।
৪। শারীরিকভাবে ফিট হতে হবে।
৫। জেনারেল/ কওমী/ আলিয়া/ ও ইংলিশ মিডিয়ামে অধ্যয়নকারী সবাই আবেদন করতে পারবে। অর্থাৎ জেনারেল ও ইংলিশ মিডিয়ামে অধ্যয়নকারীরাও মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবিতে ইসলামিক সাবজেক্ট পড়তে পারবে, তবে এক্ষেত্রে প্রথমে তাদেরকে আরবি ভাষায় দক্ষ করার জন্য মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা কোর্সে ভর্তি করানো হবে। সেখানে কৃতকার্য হওয়ার পর কুল্লিয়াতে (অনার্সে) ভর্তি হতে পারবে। যদিও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাইন্স রিলেটেট সাবজেক্টেও পড়ার সুযোগ রয়েছে। তবে সাইন্স ফ্যাকাল্টিতে পড়ার জন্য TOEFL অথবা IELTS সার্টিফিকেট থাকতে হবে।
৬। ইন্টারমিডিয়েট/ আলীম / A level/ এবং সমমানের কওমি সার্টিফিকেট অর্জনের পর পাঁচ বছর অতিবাহিত হলে আবেদন করা যাবে না।
উল্লেখ্য যে, এবছরও এই ভার্সিটি স্কলারশিপের আবেদন গ্রহন করছে। আবেদনের সর্বশেষ সময়: ২৮ই জুলাই ২০২৪।