Al-Ilm Academy

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স বিদেশে স্কলারশিপের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বিদেশগামী প্রতিটি প্রাপ্ত বয়স্ক মানুষের জন্যই পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয়। স্কলারশিপ আবেদনকারী শিক্ষার্থীদের জন্য অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ ক্লিয়ারেন্স করাতে হয় আবেদনের পূর্বেই । আসুন জেনে নেই মূল তথ্য :

 

পুলিশ ক্লিয়ারেন্স কি?

 

সাধারণত কেউ দেশ হতে দেশের বাহিরে গেলেই পুলিশ ক্লিয়ারেন্স করাতে হয়। পুলিশ ক্লিয়ারেন্স মানে বুঝায়, ব্যক্তির বিরুদ্ধে কোন অপরাধ, মামলা বা দোষ সংক্রান্ত কোন ঝামেলা নেই। এটা যাচাই করে সনদ নেওয়ার নামই হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। যা পাসপোর্ট এ উল্লিখিত স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করতে হয়। সব কিছু সঠিক (আবেদন/যাবতীয় তথ্য/ আইনি অভিযোগ ইত্যাদি) থাকলে নিজ জেলা পুলিশ কার্যালয় হতে সনদ গ্রহন করতে হয়।

 

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :

  • পাসপোর্ট (সর্বনিম্ম ৩ মাস মেয়াদ থাকতে হবে)
  • এক কপি ছবি
  • ভোটার আইডি / জন্ম সনদ
  • মোবাইল নাম্বার
  • ইমেইল এড্রেস
  • ৫০০ টাকা (সাথে ভ্যাট)

 

আবেদন পদ্ধতি :
ব্যাক্তি অভিজ্ঞ হলে ঘরে বসেই অফিসিয়াল পুলিশ ক্লিয়ারেন্স এর ওয়েবসাইট থেকে এই আবেদন করতে পারে। অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করতে হয়। আবেদন করার ১৫-২৫ কর্মদিবসের মধ্যে (মেট্রোপলিটন এরিয়া ৭ কর্মদিবসের মধ্যে) ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যায়। পুলিশ ক্লিয়ারেন্স বাবদ খরচ ৫১০ টাকার মত যা অনলাইনে (বিকাশ/নগদ/রকেট) পেমেন্ট করতে হয়। এর বাইরে অতিরিক্ত কোনো খরচ নেই। তবে থানা ভেদে বিভিন্ন সময়ে পুলিশ অফিসার টাকা দাবি করতে পারে যেটা অনৈতিক। সেক্ষেত্রে টাকা দেয়া না দেয়া যার যার ব্যাক্তিগত ব্যাপার। যথাযথভাবে আবেদন সম্পন্ন হলে, ৩-৭ দিনের মধ্যে পুলিশ ফোন দিয়ে থানায় ডকুমেন্টস দেখাতে বলে। মূল কাগজ দেখানো হলে তারপর ওয়েবসাইটেই পরবর্তী আপডেট জানা যায়। ১৫-২১ কর্মদিবসের (মেট্রোপলিটন এরিয়া ৭ কর্মদিবস) মধ্যেই ক্লিয়ারেন্স এর স্ট্যাটাস Ready For Delivery হয়। সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদনের ফর্ম নিয়ে জেলা পুলিশ কার্যালয়ে গেলেই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দেয়। উল্লেখ্য যে, কিছু থানায় নিজেকেই যেতে হয় বাধ্যতামূলক। কিছু থানায় পরিচিত কেউ গেলেও সমস্যা হয় না পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায়।

 

আমাদের মাধ্যমে করতে চাইলে :

  • আমাদের (Whatsapp – 01876-804324) এ নক দিন,
  • প্রয়োজনীয় ডুকুমেন্টস সেন্ড করুন,
  • আমাদের চার্জ সহ পেমেন্ট করুন।

 

তারপর আমাদের আইটি প্যানেল কাজ সম্পন্ন করে পরবর্তী গাইডলাইন দিয়ে দিবেন। এছাড়াও আবেদন বাতিল হলে সমাধান জানিয়ে দিবেন ইনশাআল্লাহ।

 

বিঃদ্রঃ ‘সৌদির জন্য পুলিশ ক্লিয়ারেন্স করালে তা যেকোনো স্কলারশিপে ব্যবহারযোগ্য’ এবং প্রতিটি পুলিশ ক্লিয়ারেন্স এর মেয়াদ ৬ মাস। দেশ, এম্বাসি বা স্কলারশিপ পরিস্থিতি অনুযায়ী ৩ মাসও হতে পারে। তারপর আবার নতুনভাবে করতে হয়।_________________
নির্ভুলভাবে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে যোগাযোগ

আল-ইলম স্কলারশিপ সেন্টার:
📞 01876-804324 (Whatsapp)
Ilmscholarship24@gmail.com
🔗 ilmacademyedu.com

Police Clearence Poster Al Ilm Academy পুলিশ ক্লিয়ারেন্স