Al-Ilm Academy

AL-ILM Scholarship Center

Scholarship AD fer website 00 Al-Ilm Academy

সৌদি আরব শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে

শিক্ষাবৃত্তি লাভের সূবর্ণ সুযোগ

সৌদি আরব শিক্ষা মন্ত্রণালয় (মিনিস্ট্রি) এর মাধ্যমে সম্পূর্ণ স্কলারশিপে বিশ্বের যেকোন প্রান্ত থেকে সৌদি আরবে প্রায় ২৬ টি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পড়াশোনার সূবর্ণ সুযোগ। যা কওমী (মু'আদালাভূক্ত প্রতিষ্ঠান) , আলিয়া ও জেনারেল সকলের জন্য উন্মুক্ত।

নির্দিষ্ট বাটনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিন

আল কাসিমিয়া ইউনিভার্সিটি শারজাহ, আরব আমিরাত ফুল ফ্রি স্কলারশিপে অনার্স লেভেলে (২৫-২৬ সালের) আবেদন চলমান...

আবেদনের যোগ্যতা:

  • ১৬-২০ বছর বয়স হতে হবে,
  • HSC Level রেজাল্ট ৭০% মার্ক হতে হবে,
  • ইকোনমিক / মেনেজমেন্ট / কমিউনিকেশন সাব্জেক্ট এ IELTS আবশ্যিক লাগবে,
  • অবিবাহিত হতে হবে।

 

প্রয়োজনীয় ডকুমেন্টস :

  • পাসপোর্ট (কমপক্ষে ২ বছর মেয়াদ সহ),
  • দাখিল/আলিম লেভেল সার্টিফিকেট,
  • দাখিল/আলিম লেভেল মার্কশীট,
  • পুলিশ/তাজকিয়া সনদ,
  • মেডিকেল সার্টিফিকেট (৩ মাস মেয়াদযুক্ত),
  • ছবি সাদা রঙিন (৩×৪),
  • রেকোমেন্ডেশন লেটার / তাজকিয়া
  • সব ডকুমেন্টস ইংরেজি বা আরবীতে হবে।
  • ২ টি ফর্ম পূরণ ( আমরাই করে দিব, ইনশাআল্লাহ)।

 

ফরম পূরণ যথাযথ না হলে সুযোগ মিস! এটা গুরুত্বপূর্ণ স্টেপ। সুতরাং সতর্ক হবেন।

 

নিজ দেশ ও UAE দূতাবাস হতে সত্যায়িত হতে হবে। ( ফাইনাল সিলেকশন হলে তারা মেইল করে সত্যায়িতর জন্য নির্দেশনা দিবে, সুতরাং আগে না করলেও হবে।)

 

তবে উল্লেখ্য যে, ফাইনালি সিলেক্ট হওয়ার পরেও সিলেকশন ক্যান্সেল হতে পারে। আর ফাইনাল সিলেকশন হওয়ার পর সত্যায়িত সকল অরিজিনাল ডকুমেন্টস কুরিয়ারের মাধ্যমে আরব আমিরাত পাঠাতে হবে।

 

বিষয়সমুহ :

  • শারীয়াহ ও ইসলামিক স্টাডিজ
  • আল কুরআন স্টাডিজ
  • আর্টস ও হিউম্যানিটিজ
  • ইকোনমিকস
  • ম্যানেজমেন্ট
  • কমিউনিকেশন

 

(আবেদনের পরে সিলেকশন প্রাপ্তদের মেইল করে জানায়, পরবর্তীতে আবার মেইল করে ভাইভার তারিখ ও লিংক প্রদান করে যথাসময়ে ভাইভা নিবে,তারপর ফাইনাল সিলেকশন করে)

 

আবেদনের শেষ তারিখ : ৩০ জুন ২০২৫

আল্লাহ আপনাদের যাবতীয় বিষয়াদি সহজ করুন।

__________________________

যথাযথভাবে আবেদনের জন্য
আমাদের সাথে যোগাযোগ করুন-

 

আল-ইলম স্কলারশিপ সেন্টার
📞 01876-804324 (Whatsapp)
Ilmscholarship24@gmail.com
🔗 ilmacademyedu.com

আল কাসিমিয়া ইউনিভার্সিটি শারজাহ আরব আমিরাত ফুল ফ্রি স্কলারশিপ Al-Ilm Academy