Al-Ilm Academy

তুরস্ক বুর্সলারি স্কলারশিপ ২০২৫-২০২৬

তুরস্ক বুর্সলারি স্কলারশিপ ২০২৫-২০২৬ সম্পর্কে বিস্তারিত জানুন!

স্কলারশিপ সুযোগ সুবিধা :

  • প্রথমবার ও শেষবার বিমান টিকিট ফ্রি
  • টিউশন,আবাসন,মেডিকেল সেবা ফ্রি
  • তুর্কি ভাষা কোর্স (১ বছর) ফ্রি
  • অনার্স মাসিক স্টাইপেন্ড (11k+ BDT)
  • মাস্টার্স মাসিক স্টাইপেন্ড (17k+ BDT)
  • পিএইচডি মাসিক স্টাইপেন্ড (22k+ BDT)

 

আবেদনের যোগ্যতা :

  • অনার্সের জন্য ২১ বছর
  • মাস্টার্স এর জন্য ৩০ বছর
  • পিএইচডির জন্য ৩৫ বছর
  • অনার্স রেজাল্ট ৭০% (২.৮০+)
  • মাস্টার্স রেজাল্ট ৭৫% (৩.০০+)
  • হেলথ সাইন্স / মেডিকেল ৯০% মার্কস

 

প্রয়োজনীয় ডকুমেন্টস :

  • ছবি (সাদা ব্যাকরাউন্ড ও টুপি,চশমা ছাড়া)
  • SSC/দাখিল/HSC/আলিম সার্টিফিকেট
  • SSC/দাখিল/HSC/আলিম মার্কশীট
  • অনার্স-মাস্টার্স সার্টিফিকেট ও মার্কশীট
  • লেটার অফ ইন্টেন্ট/স্টেটমেন্ট পারপাস
  • এছাড়াও অন্যন্য অতিরিক্ত সার্টিফিকেট if

 

সাব্জেক্ট সমুহ :

  • অনেক সাব্জেক্ট হতে ১২ টি ভার্সিটি ও ১২ টি সাব্জেক্ট চয়েজ দেওয়া যায়। ৪ টা দিলে ভালো।
  • বিভিন্ন সাব্জেক্ট ও ভার্সিটির লিস্ট কমেন্ট এ দেওয়া থাকবে দেখে নিবেন।

 

আবেদনের সিলেকশন পদ্ধতি :

  • প্রাথমিক ভাবে বাছাই : সমস্ত ডকুমেন্টস,তথ্য ও বয়স আপডেট আছে কি না যাচাই করা হবে।
  • চুড়ান্ত লিস্টে বাছাই : যোগ্যতা, রেজাল্ট, লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী পরিক্ষার জন্য বাছাই করা হবে।
  • ৬০ মিনিট সময়ে ৩০ প্রশ্নের উত্তর পরিক্ষা দিতে হবে। পরিক্ষা পদ্ধতি ইউটিউব এ বা ওয়েবসাইটে পাবেন।
  • তারপর ভাইবার জন্য ডাকা হবে। সেখানে ইন্টারভিউ এর পরেই স্কলারশিপ প্রাপ্ত হবার সিদ্ধান্ত।

 

আবেদনের বিভিন্ন তারিখ :

  • আবেদন শুরু হবে : ১০ জানুয়ারি ২০২৫
  • আবেদন শেষ হবে : ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • বাছাই পক্রিয়া চলবে : মার্চ-মে মাস পর্যন্ত
  • ইন্টারভিউ হবে : জুন-জুলাই মাসে
  • ফাইনাল রেজাল্ট : আগস্ট এর শুরুতেই
  • প্রার্থীরা সেখানে যাবেন : সেপ্টেম্বরে

 

সানাবিয়া দিয়ে আবেদন করলে হবে কি না এ ব্যাপারে অফিসিয়াল তথ্য জানতে পারিনি। (সম্ভবত হবেনা)

_____________________________________

▪নির্ভুলভাবে আবেদন, অনুবাদ,পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট সহ স্কলারশিপ তথ্য পেতে যোগাযোগ :
আল-ইলম স্কলারশিপ সেন্টার:
📞 01876-804324 (Whatsapp)
✉ Ilmscholarship24@gmail.com
🔗 ilmacademyedu.com

তুরস্ক বুর্সলারি স্কলারশিপ Al Ilm Scholarship Al-Ilm Academy