একাডেমীর পরিচয় - আল-ইলম একাডেমী একটি ইসলামিক লার্নিং প্লাটফর্ম। যা আধুনিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার গ্রহণ করে অত্যাধুনিক প্রক্রিয়ায় বিশুদ্ধ উৎস ও নির্ভরযোগ্য মাধ্যমে ইসলমী শরী‘আহর সকল শাখা-প্রশাখার জ্ঞানার্জনের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। যেখানে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সমমনা সকল বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক সিলেবাসের সমন্বয়ে কুরআন, হাদীস, আক্বীদাহ্ ও আরবী ভাষাসহ ইসলামিক স্টাডিজ সংশ্লিষ্ট সকল বিষয়ের কোর্স রয়েছে। যা একজন শিক্ষার্থীকে ইসলামী শরী‘আহর জ্ঞানার্জনে সার্বিকভাবে সহায়তা করবে।